Recent Tube

Tube

Monday, September 25, 2017

CHCP মোঃহাবিবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে আঘাত

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাখৈরখোলা কমিউনিটি ক্লিনিকের CHCP মোঃহাবিবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে আঘাত করলে তার প্রচুর রক্তক্ষরণ হয়।এমতাবস্থায় তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ তারপর কুমিল্লা মেডিকেল কলেজ ও পরবতীতে ঢাকা মেডিকেল কলেজে অপারেশনের পর পুরাতন ভবন চতুর্থ তলায় ICU তে ১২ নং সিটে ভর্তি আছে।তাকে দেখতে যান চৌদ্দগ্রাম উপজেলা CHCP এসোসিয়েশনএর সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাবলু মিয়াজী ও সাধারন সম্পাদক মোঃ রবিউল হক। তার অবস্থা আংশকাজনক। এখনো তার জ্ঞান ফিরে নাই। সবাই তাহার জন্য দোয়া করবেন।আল্লাহ যেন তাকে তাড়াতাড়ী সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

অধিক সুগঠনবিশিষ্ট

ads 328x90 B