ফখরুল ইসলাম সিএইচসিপি
আমরা সিএইচসিপিরা কী পেলম আর কী হারালাম
দীর্ঘ পাঁচ বছরেরও অধিক সময় সরকারি নীতিমালা অনুযায়ী চাকুরী করে আমরা সিএইচসিপিরা কী পেলম আর কী হারালাম,,,,,,,,???
ছোট করে বলতে গেলে গত পাঁচ বছরে পেলাম এক গুচ্ছ হতাশা,অবহেলা আর এযাবৎ কালে হারালাম ৩৫ জন প্রিয় সহকর্মীদের।
উল্লেখ থাকে যে, দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধী বাসুদেব ইউনিয়ন(সাবেক ওয়ার্ড-০৩) এর উজানিসার কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি আফসানা শারমিন গত ২১-০৭-২০১৭ইং রোজ শুক্রবার পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।মৃত্যু কালে রেখে গেলেন তার অবুঝ দুইটি সন্তান,,,,,,,,
দুঃখজনক হলেও সত্য যে,বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার চেষ্টায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয় ও সিভিল সার্জন অফিস হতে যথা সময়ে তার পরিবারকে শোক বার্তা প্রদান ও পরিবার সহ রেখে যাওয়া অবুঝ দুইটি সন্তানের খুজ খবর নিলেও, আজ প্রায় দুই মাস হল আমাদের সিবিএইচসি কার্যালয় হতে এখন পর্যন্ত আর্থিক সাহায্য তো দূরের কথা একটি শোক বার্তা পাওয়ারও সৌভাগ্য হয়নি সহকর্মীর পরিবারের।
যেখানে আমাদের বা পরিবারের একটি শোক বার্তা পাওয়ার সৌভাগ্য হয় না, সেখানে কী আর প্রত্যাশা করা যাই আমাদের স্বাস্থ্য বিভাগ তথা সরকারের পক্ষ থেকে!
এমতাবস্থায় আমাদের উর্দ্বতন কর্তৃপক্ষ ও জাতির বিবেক এর কাছে প্রশ্ন, আমারা সিএইচসিপিদের ভবিষৎ কী,,,,,,,,???
#সংযুক্তিঃ
প্রয়াত সহকর্মীর মৃত্যুকালে রেখে যাওয়া অবুঝ দুই সন্তানের ছবি।
প্রয়াত সহকর্মীর মৃত্যুকালে রেখে যাওয়া অবুঝ দুই সন্তানের ছবি।
ধন্যবাদ সবাইকে

