Recent Tube

Tube

Wednesday, September 13, 2017

তোমাদের ভয় নেই

জেসমিন সুলতানা পুষ্প।




https://bangladeshchcp.blogspot.com/
তোমাদের ভয় নেই আমি তোমাদের পাশে আচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ও শেখ রেহানা গত কাল (১২-০৯-২০১৭ইং) কক্সবাজার উখিয়ায় অসহায় রোহিঙ্গা শরনার্থীদের মাঝে এাণ বিতরণ কালে রোহিঙ্গাদের নির্যাতনের কথা শুনে নেএী কেদেঁছিলেন।আর আপনি বাসনে বলেছেন আমি বুঝি অসহায়ের কি জ্বালা-যন্তনা।আমি পষ্ট দেখতে পেলাম তখন নেএীর মাঝে অনুভুতি হয়েছিল সেই ১৯৭১ সালের বাঙ্গালি মুসলমানদের নির্মম নির্যাতনের কথা আর নেএীর অজান্তে চোখের অশ্রু ঝড়া আমি ও আমার পরিবারের সবার চোখের জল ঝড়ে পরল আমাদেরও অজানতে।আমি ৭১ এর যুদ্ধের বাঙ্গালী মুসলমানদের অসহায়ত্ব দেখিনি ইতিহাস পড়ে জেনেছিলাম মুক্তিযুদ্ধা মহোদয়গনের মুখ থেকে শুনেছিলাম কিন্তুু আজ বাস্তবে দেখতেছি এবং অনুভব করতেছি ৭১ এর আগে বাঙ্গালি মুসলমানদের এই অবস্থা ছিল।তখনই দূসাহসী ত্যাগী নেতা বঙ্গবন্দু জীবন বাজি রেখে আমাদের বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে বিশ্ব এবং বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে জাতিরপিতা হয়ে আছেন।তাই আজ রোহিঙ্গাদের এই অবস্থা দেখে জাতির পিতার কথা মনে পরে যায়।
হে পিতা মুজিব তুমিঁ দোওয়া কর যেন তোমাঁরি সুযোগ্য কন্যা রোহিঙ্গাদের পাশে থেকে তাদের নিরাপদ বসবাসের ব্যাবস্থা করে স্বস্থানে ফিরিয়ে দিয়ে বিশ্বের মাঝে জাতির মা হতে পারে।আমিন।
মাননীয় নেএী শেখ হাসিনা আপনার নির্দেশে চাকুরীজীবীদের কাছ থেকে যেভাবে বন্যার্ত দের জন্য একদিনের বেতন কেটেছে প্রয়োজনে রোহিঙ্গাদের জন্যও আরেক দিনের বেতন কাটার ব্যাবস্থা নিন আর তার পাশাপাশি আওয়ামীলীগ এর সকল শাখার নেতা-নএী ও কর্মীদের উপড়ও চাকুরীজীবীদের মত কাটা কাটার ব্যাবস্থা নেয়ায় নেএী সদয় মর্জি হন।
  • 0Blogger Comment
  • Facebook Comment

অধিক সুগঠনবিশিষ্ট

ads 328x90 B