Rajib Miah
![]() |
| ছাত্র-bangladeshchcp.blogspot.com/ |
মাননীয় শিক্ষা মন্ত্রীর কথার বাস্তবায়ন চাই,কিছু শিক্ষকের প্রাইভেট ও কোচিং বানিজ্যের জন্য সকল শিক্ষকের বদনাম হচ্ছে। তাই এর সঠিক বাস্তবায়ন অতীব জরুরি।এ সপ্তাহে কথা আমার ছোট বোন নবম শ্রেণিতে পড়ে কিন্তু বাজিতপুরের একজন খন্ডকালীন প্রভাবশালী এক শিক্ষক তাকে বাধ্য করছে তার কাছে পড়ার জন্য। আমি নিজে থাকে গণিত পড়ায় কিন্তু ঐ শিক্ষকের কথা হচ্ছে তার কাছে পড়তে হবে তাই সকল বিবেকবান মানুষের কাছে এর প্রতিকার চাই।আর কিছু প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য চলছে এবং প্রাইভেট বাধ্যতামূলক।

