মোঃ হারুন-উর-রশীদ (রুনা)♦
# করি মোনাজাত # উৎসর্গঃ শহীদ রোহিঙ্গা নরনারী।
হে আল্লাহ!তোমার সৃষ্ট রোহিঙ্গারা করেছে কি পাপ,
ওরা মানুষ ওরা মুসলমান এ কসুর হবেনা কি মাফ?
তোমার এ দুনিয়ায় এত অনাচার এত যে অত্যাচার,
হায়রে খোদা!কার কাছে গেলে পাবে এর প্রতিকার!
দোষ যে শুধু একটিমাত্র ওরা কেন যে হে মুসলমান,
মূল্যহীন খোলামকুচি কি শুধূ এ মুসলমানেরই প্রাণ?
এটা কি ওদের ভাগ্যের লিপি অপঘাতেই মৃত্যু হবে,
নরপশুরা যেন ভাগ্যবিধাতা এ বিশ্বেতে ওরাই রবে?
তোমার দুনিয়ায় এত জায়গা মুসলীমদের কেন নাই?
মহান হে খোদা দাও গো ওদের তোমার জমিনে ঠাই।
বিশ্ব যেন মুসলীমের নহে শুধুই বৌদ্ধ খ্রীষ্টান ইহুদীর,
মুসলীমেরা পাবে মৃত্যু অনাহার অবিচার আঁখি নীর।
এটাই যদি ভবিতব্য হয় খোদা! কেন সৃজিলে ওদের?
মুশরিকদের দুনিয়াটা দিয়ে বেহেস্তে রাখিতে তাদের।
শুধু ওরাই তোমার কুদরতে গড়া মুসলমান কি নয়?
দেখ হে খোদা গো কত অনাচার সারাটি দুনিয়াময়।
জন্মই ওদের আজন্ম পাপ এই কি লিখেছো ভালে,
পাবেনা কি শান্তির আবাস মুসলীমরা কোন কালে?
মানুষের মাংস মানুষেরা খায় এ কোন মানসিকতা?
আহা!জানোয়ারেরা তো মানুষ নহে ভুলেছে সভ্যতা!
নারী সম্ভ্রম লুট করে জারজ সে নারীকেই করে খুন,
মৃতপ্রায় মানুষ ঢুকিয়ে পশুরা সে ঘরেই দেয় আগুন!
ফসলের মাঠ বিরান করিয়া ঘরবাড়ী করেছে লুট,
আর দেরী নয় অচিরেই আসিবে তোমাদের যমদূত।
নারী শিশু যুবা বধ করে ওরা সে রক্ত করিছে পান,
কর প্রতিরোধ প্রতিশোধ নাও সংহার কর ওর প্রাণ।
পাপ পাপ পাপ কত মহাপাপ! করিছে ঐ শকুনীরা,
তোমার আরশ এখনও কাঁপেনি ? টলেনি বিশ্ব ধরা?
দুই হাত তুলি করি মোনাজাত ওহে রহিম রহমান,
রহমত করো মদদ করো খোদা;বাঁচাও মুসলমান।


Post a Comment