Recent Tube

Tube

Sunday, September 17, 2017

রহিঙ্গার স্রোত বাংলাদেশে এসে গড়াবে!

মির হোসাইন সিএইচসিপি


বাংলাদেশ বেশি মানবিক হতে গিয়ে লাখ লাখ রহিঙ্গার ভারে নুয়ে পড়তে পারে! এমন মানবিকতা দেখে বার্মার সব রহিঙ্গার স্রোত বাংলাদেশে এসে গড়াবে! অসাবধানতার ফল চরম মূল্যে গিয়ে দাঁড়াবে।
Bangladesh- bangladeshchcp.blogspot.com
এই মাসে ১০লাখে গিয়ে দাঁড়ানোর আশংকা হচ্ছে আমার! পৃথিবীতে একটি নজীরও খুঁজে পাওয়া যাবেনা যেখানে সরনার্থীর সঠিক সমাধান হয়েছে। শতাব্দির পর শতাব্দি চলে যাওয়ার পরও কোন সঠিক পথ খুজে পায়নি! উপরোন্তু ঐসব জাতি আন্তর্জাতিক কৌশলের কাছে নিজেদের ভাগ্য সুঁপে দিতে বাধ্য হয়েছে। তেমনি ভাবে জাতি এক কঠিন বিপদের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার চিন্তা জগতে তোলপাড় শুরু হয়েছে! মানবিকতার ধুঁয়া তুলে দ্বিজাতি তত্বের সুত্র খুব ভালো ভাবে প্রয়োগ করে লাখ লাখ উদ্ভাস্তু বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে এক রহস্যময় সংকট তৈরি করে দিচ্ছে আমার মাতৃভুমিতে! এই সংকট আমাদের সব অর্জন শেষ করে দিতে পারে! রহিঙ্গা ইস্যু আমাদের রাজনৈতিক অঙ্গনেও নতুন সংকট তৈরি করবে। অব্যাহত রাজনৈতিক হিংসা হানাহানিতে এই ইস্যু নতুন মাত্রা যোগ করবে। অনিশ্চিত গন্তব্যে এগুবে এই সংকট। এই সংকট রাজনৈতিক ইস্যুতে পরিনত হওয়ার পর আন্তর্জাতিক নজর দুর্বল হয়ে পড়বে বলে আমার বিশ্বাস। এরপর এই ক্ষত নিয়ে জাতি যুগের পর যুগ বয়ে বেড়াবে!
শত শত রহিঙ্গাকে হত্যা করার পরও আন্তর্জাতিক সম্প্রদায় ঘুমিয়ে! অমানবিকতার চরম মুহুর্তেও কেউ কিছু বলছেনা! বাংলাদেশ মানবিক বিপর্যয় ঠেকানোর চেষ্টা করলেও তা কতটুকু পারবে তা সময় বলে দেবে। কারণ আমাদেরও সীমাবদ্ধতা আছে। সাময়িক হয়তো সম্ভব হবে, কিন্তু দীর্ঘমেয়াদী কোন ভাবেই সম্ভব হবেনা বলে আমার বিশ্বাস। মায়ানমারকে রহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে রাজি করানো খুবই কঠিন! কারণ, বিশ্ব পরাশক্তির পাঁচ শক্তিই তাদের দোষর!
ইতিহাস তাই বলছে...বাকীটা সামনে...!
  • 0Blogger Comment
  • Facebook Comment

অধিক সুগঠনবিশিষ্ট

ads 328x90 B