Recent Tube

Tube

Sunday, October 15, 2017

আজ ১৬ দলের শহীদ ছানারউদ্দিন স্বৃতি ফুটবল টুর্নামেন্টের ২ য় রাইন্ডের ১ ম দিনের খেলা অনুষ্ঠিত হলো।

খন্দকার ফারুকুজ্জামান ফরিদ


ঝিনাইদহের ১০ নং হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ ১৬ দলের শহীদ ছানারউদ্দিন স্বৃতি ফুটবল টুর্নামেন্টের ২ য় রাইন্ডের ১ ম দিনের খেলা অনুষ্ঠিত হলো।
উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫/১০/২০১৭ রবিবার বিকালে সদর উপজেলার বাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হাট ফাজিলপুর স্পটিং ক্ললাব ৩-১ গোলে মাজাইল বগুড়া স্পটিং কে হারায়।
জমজমাট এই ম্যাচ দেখতে উৎসবের নগরীতে পরিণত হয়েছিলো সদর উপজেলার ১০ নং হরিশংকরপুর ইউনিয়ন এলাকা। কানায় কানায় পরিপূর্ণ ছিলো খেলার মাঠ।
সার্বিক তত্তাবদন করেন ঃজননেতা সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি জনাব খন্দকার ফারুকুজ্জামান ফরিদ। এসময় আরো উপস্তিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেত্রী বৃন্দ।
  • 0Blogger Comment
  • Facebook Comment

অধিক সুগঠনবিশিষ্ট

ads 328x90 B