Recent Tube

Tube

Sunday, October 15, 2017

# শুধু তোমাকেই মনে পড়ে #


# শুধু তোমাকেই মনে পড়ে #
উৎসর্গঃ রবীন্দ্র সরোবরে যাকে দেখেছি।
মোঃ হারুন-উর-রশীদ (রুনা)।
স্মৃতির পাতারা অশ্রু লুকায় তোমারই কথা মনে করে,
শূধু তোমারেই মনে পড়ে!
ধূসর আকাশ কত কথা কয় তোমারই স্মৃতিকে ঘিরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
সাগরের ঢেউয়েরা গান গাহে যে তোমার স্তুতি সুরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
তোমার বিরহে নিসর্গেরা কাঁদে যে কত কালটি ধরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
মেঘরানী কাঁদে বৃষ্টির তানে যে তোমার প্রীতিকে স্মরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
তুমি যে প্রেমের মমতাজ নারী সকলেই তোমারে বরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
অমর প্রেমেরই প্রতিমা যেন তুমি তাই শুধু মনে পড়ে,
শুধু তোমাকেই মনে পড়ে!
স্বপনেরই মাঝে তুমি কেন মোর ফুুল দিয়ে যাও করে,
শুধু তোমাকেই মনে পড়ে!
জাগরনে মোর দূ'আঁখির নদীতে ঐ অশ্রু-প্লাবন ঝরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
চকিতে চমক ভেঙ্গেই দেখি কে যেন ডাকে চেনা স্বরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
যে আঁখির ফাঁদে পড়েছিল বাঁধা মোর আঁখির লোরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
কতকাল আমি বাঁধিনি তোমায় আপনার বাহু ডোরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
পাহাড়ের ঐ হাতছানি কেন বারে বারে ডাকে মোরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
যুগযুগান্ত যেন দেখিনি তোমার কুন্তল কপোল পরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
মাধুকরীসম ভিখ মেগে আমি ফিরেছি তোমার দ্বারে,
শুধু তোমাকেই মনে পড়ে!
ভিক্ষা দাও হে হারান সে প্রেম বুকে তুলে নাও মোরে,
শুধু তোমাকেই মনে পড়ে!
কত সাধুবেশ ধরে আমি যে হারিয়ে খুঁজেছি তারে,
শুধু তোমাকেই মনে পড়ে!
কত বহিদ্রবার ঘুরেছি আমি খুঁজেছি যে তোমারে,
শুধু তোমাকেই মনে পড়ে!
কত গবাক্ষ-দ্বারে মেরেছি ঐ উদয়ারন্ত চূপিসারে,
শুধু তোমাকেই মনে পড়ে!
আর কি পাবো না সেই মুখটি খুঁজে ফিরেছি যারে,
শুধু তোমাকেই মনে পড়ে!
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment

অধিক সুগঠনবিশিষ্ট

ads 328x90 B