Recent Tube

Tube

Wednesday, September 20, 2017

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিএইচসিপিদের চাকুরী রাজস্বখ্যাতে স্থানান্তরের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত করেছেন হাইকোর্ট।

মাজেদুল হক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিএইচসিপিদের চাকুরী রাজস্বখ্যাতে স্থানান্তরের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত করেছেন হাইকোর্ট।
যারা বললেন ১০ জনের রীটের রায় হিমাগারে এবং মেচের কাঠি হাতে কিন্তু বাক্স কাছে বিরাট উক্তি দিয়ে নিজেরে কৃতিত্ব প্রকাশিত করলেন । আর আমাদের সহকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়ালেন।
মহামান্য সব্বোর্চ আদালতের একজন সম্মানিত আইনজীবীর সম্মান নিয়ে সমালোচনা করলেন । এই সমালোচনা করা আমাদের মত একজন চাকুরী জীবির কতটুকু যোগ্যতা আছে আমার সকল সহকর্মীর কাছে আমার প্রশ্ন ?
একজন আইনজীবি তিনি ভালো কি মন্দ সেটা আমাাদের দেখার বিষয় না । বরং তিনি আমার জন্য কি করছেন সেটা আমার দেখার বিষয় । তিনি যখন আমার জন্য ভালো কিছু করবেন তখন অবশ্যই আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। এটা আমার বিবেকের তাড়না থেকেই করব । কারণ তার মেধা আইনি প্রজ্ঞা থেকেই আমার পক্ষে আমার দাখিল করা বিষয়ে মহামান্য আদালতের রায় নিয়ে এসেছেন। আর এ কাজটি যিনি করেছেন এবং যারা তার কাছ হতে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই তার নাম প্রচার করবে এতে করে দোষের ত কিছু দেখি না ।
মাহামান্য হাইকোর্টের আইনজীবি এডভোকেট সিদ্দিকউল্ল্যাহ স্যারের কাছে আমরা সিএইচসিপি একটি অংশ রীট দাখিল করেছি এবং রায় পেয়েছি । এ ছাড়াও এই বিজ্ঞ আইনজীবির কাছে রীট করেছেন এবং রায় পেয়েছেন এবং সেই রায়ের আলোকে চাকুরীতে কর্মরত হয়ে সরকারী সকল সুবিধা ভোগ করছেন প্রায় ৬০ হাজার মানুষ এ পর্যন্ত তার কর্মজীবনে এ পর্যন্ত।(তথ্য সুত্রঃ আইনজীবি) নিকট সময়ে তিনি চাকুরী রাজস্বখ্যাতে স্থানান্তরের ৪৮২টি উপজেলা পরিষদের টেকনিক্যাল পদের কর্মচারীদের রীটের রায় করিয়েছেন মহামান্য আদালত হতে।
আমাদের কিছু সহকর্মী মহামান্য হাইকোর্টের বিজ্ঞ আইনজীবি Adv Siddique Ullah Miah স্যারের বিষয়ে সমালোচনা করে আমাদের সকল সিএইচসিপির সম্মান তার কাছে ছোট করেছেন। বর্তমান কেন্দ্রীয় লিডার Shahidul Islam এবং Kamal Sarkar কে বিভিন্ন ভাবে গালিগালাজ সহ অপমানিত করে তারা ফেসবুকে প্রচার করেছেন সেই দুজনের কল্যাণে আজ রীটের হাইকোর্টের চুড়ান্ত রায় প্রকাশিত হয়েছে। সকল সহকর্মীর কাছে বলব এই বিভ্রান্তিকারী সহকর্মীদের বিষয়ে সচেতন হোন এরা আমাদের কতটুকু ভালো চাই তা বিভ্রান্তি ছড়িয়ে প্রমাণ করেছেন।এরা যে আইনজীবির কাছে সকলের সম্মান ক্ষুন্ন করল তার সমালোচনা করে এর জন্য আপনারা এদের পুরুষ্কৃত করুন।
আমাদের মাঝে কিছু সহকর্মী বিভ্রান্তি ছড়ানোয় সব সময় সোচ্চার যখনই আমরা একতার প্লাটফর্মে আসতে যাই তখনই তারা কোন না কোন বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাদের মাঝে ঐক্য নষ্ট করে। সকল সহকর্মীর কাছে বিনীত অনুরোধ আপনারা এই সকল সহকর্মীদের চিনে রাখুন । এরা আমাদের ঐক্য নষ্টের মূলে । ঐক্য ছাড়া আমাদের লক্ষ্য কখনও পূরণ হবে না । তাই নিজেদের স্বার্থ উদ্ধারে কিছু ছাড় দিয়ে হলেও , সহকর্মী নেতৃবৃন্দের দোষ ক্রুটি ভুলে সকলে একটি প্লাটফর্মে দাড়ায়।
বিঃদ্রঃ কিছু ছবি দিলাম দেখুন সকলে । একজন আইনজীবি বিষয়ে আমার প্রিয় সহকর্মী কেমন ব্যাখা দিয়েছেন । সেই সাথে রীটের কপিও দিলাম।এখানে লক্ষ্য করবেন বিজ্ঞ আইনজীবি ব্যারিষ্টার না এডভোকেট সেটা নাম লিখা আছে তার চেম্বারের ওয়ালে ডেজিগেশন সহ।
  • 4Blogger Comment
  • Facebook Comment

4 Comments

অধিক সুগঠনবিশিষ্ট

ads 328x90 B